ভারতে করোনায় এই মুহুর্তে বেসামাল। চারদিকে শুধু মৃত্যুর শোক। হাসপাতালে অক্সিজেন সংকট। এই পরিস্থিতির মধ্যেও বিপুল হারে রমরমাভাবে কালোবাজারি চালাচ্ছে একশ্রেণির মানুষ। কখনও অক্সিজেন ব্ল্যাক হচ্ছে, কখনও আবার হাসপাতাল বেড নিয়ে চলছে নোংরামি, কখনও অ্যাম্বুলেন্সের বিপুল দর হাঁকছে।
ভারতীয় নিউজ ১৮’র খবরে বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রির দায়ে দিল্লিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছে থেকে পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া দুজনের নাম অশুতোষ চৌহান (১৯) এবং আয়ূষ কুমার (২২)।
পুলিশের কাছে গীতা আরোরা নামের এক নারী প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। তার এক আত্মীয় শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। কিন্তু হাসপাতালে বেড না থাকায় ওই নারী অক্সিজেন সিলিন্ডার কিনতে যান ওই দুই অভিযুক্তের কাছ থেকে। ওই দুজন অক্সিজেনের বদলে করোনা রোগীর পরিবারকে ১০ হাজার টাকার বিনিময়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করে। অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।
Leave a Reply