কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে গাড়িতে করে মাদক পরিবহনের সময় ১৫৮ বোতল ফেনসিডিলসহ কিবরিয়া ওরফে সনেট (৩২) ও ওয়াসিম হাওলাদার বাতেন (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা মাওয়া মহাসড়কে গাড়িটি সিগন্যাল দিয়ে থামানোর কথা বললে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে আব্দুল্লাহ ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় গিয়ে গাড়িটি থামানোর পর সেখানে তল্লাশি চালিয়ে ৪,৭৪,০০০/- (চার লক্ষ চুয়াত্তর হাজার) টাকা মূল্যের ১৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে পিকআপে করে ফেনসিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য এনে কেরানীগঞ্জ ঢাকা বিভিন্ন স্থানে বিক্রয় করতো বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুড়িগঙ্গা টিভি /টিটু আহমেদ
Leave a Reply