ঢাকার কেরানীগঞ্জে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স রুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা জেলার কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (খাদ্য মন্ত্রনালয়) এর চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার।
সেমিনারে প্রধান অতিথি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি পাড়ামহল্লায় নিরাপদ খাদ্য বিষয়ে নিরাপত্তা বৃদ্ধির লক্ষে ব্যবসায়ী সুশিল ব্যক্তিদের নিয়ে আরো জনসচেনতামূলক সভা সেমিনার করতে হবে। তিনি আরো বলেন নিরাপদ খাদ্য নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে । তিনি সকলের সচেতনার বৃদ্ধির সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোসাঃ রওশন আরা, উপজেলা ফুড ইন্সপেক্টর মোঃ শাহিনুর ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমীন।
জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি,তারানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুকসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় গনমাধ্যম কর্মিরা সেমিনারে অংশ গ্রহন করেন।
বুড়িগঙ্গা টিভি/ সিনিয়র করেসপন্ডেন্ট
3 per 1000 patient years, respectively hazard ratio, 0 Achat De Levitra Global burden of severe periodontitis in 1990 2010 a systematic review and meta regression