কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানি এলাকা থেকে চার বছরের শিশু অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই তিন অপহরণকারী কে আটক করেছে র্যাব—১০। এ সময় তাদের কাছ থেকে নূনিয়া নামের চার বছর শিশুটিকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মো. বিল্লাল (২২) তার দুই বন্ধু মো.সাগর(২২) ও মো.জুয়েল (২২)।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব ১০ এর সদরদপ্তর কেরানীগঞ্জে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব ১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি আরো জানায়, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী এলাকার বাসা থেকে অপহৃত নুনিয়াকে তার আপন ফুফাতো ভাই বিল্লাল হোসেন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে মোবাইলের মাধ্যমে নুনিয়ার বাবার কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক র্যাব কে বিষয়টি জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়ত মঙ্গলবার দুপুরে রাজধানীর চকবাজার সোয়ারীঘাট এলাকা থেকে বিল্লাল ও তার দুই সহযোগী সাগর এবং জুয়েলকে আটক করা হয়।
আটককৃতদেরকে বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রকৃয়াধীন।
Leave a Reply