কেরানীগঞ্জ(ঢাকা):“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য সামনে রেখে ডিজিটাল ভূমি জরিপ সেবা বিষয়ক গনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলার ৪টি মৌজার ৮৫নং শুভাঢ্যা,৮৪নং চুনকুটিয়া,৭৯নং ডাকপাড়া,৭৮নং গোপপাড়া মৌজার এলাকাবাসী এ ডিজিটাল ভূমি জরিপ সেবার আওতায় আসবে বলে জানিয়েছেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট
অফিসার (উপ—সচিব) মোঃ আশরাফ হোসেন ।
আজ ২৬ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১ দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন এর শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিস এর আয়োজনে এ ভূমি জরিপ গনসংযোগ সভা অনুষ্টিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসার মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও(উপ—সচিব)মোঃ আশরাফ হোসেন । বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, নবাগত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভেয়ার সেটেলমেন্ট সমিতির সভাপতি মোঃ শরীফ হোসেন,হাফিজ সামশুল ইসলাম ,সোলাইমান হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন ইউপি সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন গনসংযোগ সভায় অংশগ্রহন করেন।
বুড়িগঙ্গাটিভি/ সিনিয়র করনপন্ডেন্ট
Leave a Reply