বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করতে যাওয়ার সময় ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন আহত হয়েছে।
আহতরা হলেন মাদারীপুরের শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুল হক (৩৫), প্রাইভেটকার মালিক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মাতবর (৩৫), বিপ্লব পাল (২৬), গৌর চক্রবর্তী (২৫), প্রাইভেটকারের চালক মুসলিম (৩৭), সুমন (৪৭) ও ধলু খা (৫০)।
শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম ব্যাপারী বলেন, তারা কয়েকটি গাড়িতে করে শিবচর থেকে ঢাকায় আসছিলেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে। প্রাইভেটকারটিতে চালকসহ ছিলেন পাঁচজন। এতে প্রাইভেটকারচালকসহ চার যাত্রী আহত হন। আর বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সুমন এবং আরও একজন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সুমনের বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া বজলুর রহমানের অবস্থা গুরুতর। বাকিরা আশঙ্কামুক্ত।
হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কেরানীগঞ্জ এলাকায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply