কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর কেরানীগঞ্জে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব। আয়োজকরা জানান, এটা উপমহাদেশের সবচেয়ে বড় পিঠা উৎসব। আগামী (২৫ ডিসেম্বর) রবিবার কেরানীগঞ্জ মডেল থানার আঁটি এলাকায় এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে ‘ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পিঠা উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য দেন ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সহিদুল হক সাহিদ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
সমিতির সভাপতি মো. সহিদুল হক সাহিদ বলেন, ‘২০১৮ সাল থেকে আমাদের সমিতি কেরানীগঞ্জে পিঠা উৎসবের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছি। আমাদের পিঠা উৎসবটি উপমহাদেশের বৃহৎ শীতকালীন পিঠা উৎসব। এবারের পিঠা উৎসবটি আমরা উপজেলার ১২টি ইউনিয়নের ছয়টি ভেন্যুতে ছয় পর্বে আয়োজন করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পক্ষ থেকে পুরান ঢাকার সাথে মিল রেখে ঘুড়ি উৎসব(সাকরাইন) করা হবে।
রবিবার আটি এলাকায় এর প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিঠা উৎসবের প্রথম পর্বে হরেক রকমের অর্ধলক্ষাধিক পিঠার আয়োজন থাকবে।”
তথ্য সূত্র: আজকের পত্রিকা ও ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি
Leave a Reply