ঢাকার কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর শুরু হওয়া মেলা আজ ১৭ডিসেম্বর ছিল সমাপনী দিন।
উপজেলার মডেল থানার আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মতি মাস্টার স্মৃতি পাঠাগার এ মেলার আয়োজন করে।
মতি মাস্টার স্মৃতি পাঠাগারের সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাক্তার হাবিবুর রহমান।
এ সময় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল জলিল ভূইয়া ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাহিদুল হক।
মেলায় বইয়ের স্টল, পিঠার স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
মেলায় মোট বারোটি বইয়ের স্টল ও তিনটি পিঠার স্টল বসে। বইয়ের স্টলগুলো হলো: উড়ো চিঠি, মতি মাস্টার স্মৃতি পাঠাগার, আলোর দিশারী পাঠাগার, হ-য-ব-র-ল, সীমান্তের গহীনে, হেরার আলো পাঠাগার, মান্দাইল পাঠাগার, বর্ণমালা পাঠাগার, বন্ধু-মহল, কল্পলোকে, অপরাজিতা পাঠাগার ও মুক্তির দিশা।
এছাড়া পিঠার স্টলগুলো হলো: খাও পিঠা হও মিঠা, পৌষালী ও চাঁদের হাট।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি এমন একটি আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিষ্ঠানের নাম আতট ভাওয়াল উচ্চ বিদ্যালয় নয় ;এটা হবে-আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়