সারাদেশের ন্যায় কেরানীগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫২তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির জন্য একটি উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন।
দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে জিনজিরাস্থ মনু বেপারীর ঢালে অবস্থিত কেরানীগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে সকাল সোয়া আটটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণদের সংবর্ধনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি মেহেদী হাসান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল এর সঞ্চালণায় পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, কাবদল ও শিশুকিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।
শেষে কুচকাওয়াজ ও শরীর চর্চায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ প্রদান করা হয়।
Leave a Reply