বিশ্বকাপ ফুটবল ম্যাচের আর মাত্র দুটি ম্যাচ জিতলেই ৩৬ বছরের আক্ষেপ ঘোচাবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা। আর এবারের বিশ্বকাপ যাতে আর্জেন্টিনা জেতে, তেমনটিই চাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে।
সার্নের দেশ অবশ্য কাতারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। শেষ আটের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ হয় নেইমারের ব্রাজিলের।
নিজেরা বিদায় নিলেও প্রতিদ্বন্দ্বী দেশ আসরে টিকে থাকায় অনেক ব্রাজিলিয়ান খুশি হয়েছেন। এদের মধ্যে অন্যতম সার্নে। তিনি চান মেসিরা যাতে দক্ষিণ আমেরিকায় শিরোপা ফিরিয়ে আনতে পারেন।
এ নিয়ে সংবাদ মাধ্যমে সার্নে বলেন, ‘আমাদের এই একটি জায়গা ঐক্য থাকতে হবে। এখন আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি তারা দক্ষিণ আমেরিকায় শিরোপা নিয়ে আসবে।’
cialis online cheap The major concerns revolve around allergies to any of the specific antibiotics, like Amoxicillin or Penicillin, or any of the additives in the pills