কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খাদ্য গুদামে কোন কর্মকর্তা ছাড়া পরিচালিত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় সাথে ছিলেন দুদকের উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় এবং কোর্ট সহকারী (এএসআই) মো আব্দুর রহিম।
দুদক সূত্রে জানা গেছে, অভিযানে কোনো কর্মকর্তা ছাড়াই পরিচালিত হচ্ছে খাদ্য গুদামটি। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে গুদামের নিরাপত্তারক্ষীরা শ্রমিক দিয়ে ট্রাকে চাল উঠানো নামানোর দায়িত্ব পালন করছেন। এমনকি দায়িত্বে থাকা শ্রমিকরা ঐ নিরাপত্তারক্ষীদের ‘স্যার’ বলেও সম্বোধন করছেন। এ ছাড়া যে ট্রাকে চাল উঠানো হচ্ছে ডিও লেটারে সে ট্রাকের রেজিস্ট্রেশন নম্বরে গড়মিল পাওয়া যায়।
অভিযানের নেতৃত্ব দেয়া ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, কেরানীগঞ্জ উপজেলার খাদ্য গুদামে গিয়ে দেখি কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়াই একটি ট্রাকে চাল লোড করা হচ্ছে। পরবর্তীতে ডিও লেটার চেক করে দেখি আগের দিনেই ডিও লেটার স্বাক্ষর করা এবং ডিও লেটারে যে ট্রাকের নম্বর উল্লেখ করা আছে সে ট্রাকের নম্বরের সঙ্গে তার কোনো মিল নেই। এছাড়া বেশ কয়েকটি ডিও লেটারে কোনো কর্মকর্তার স্বাক্ষর পাওয়া যায়নি। অথচ সেসব ডিওতে ইতোমধ্যে চাল গুদাম থেকে বের হয়ে গেছে। ফলে ঐ ডিও লেটারের কপি ও অন্যান্য কিছু কাগজপত্র তলব করা হয়েছে। তবে অভিযানে এটা প্রতীয়মান হয়েছে যে গুদাম থেকে মালামাল লোড আনলোডে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। এবং এসব কাজ এখানকার নিরাপত্তারক্ষীদের দিয়ে করানো হয়।
এবিষয়ে জানতে চাইলে কেরানীঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রানা উল করিম বলেন, খাদ্য গুদামের জন্য একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। সে এ বিষয়ে ভালো বলতে পারবে। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে লোড-আনলোডের বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, এটা অনিয়ম হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply