কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে জোরপূর্বক সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে জমি দখল নেয়ার অভিযোগ উঠেছে মিনহাজ মিনার নামে এক উপজেলা যুবদলের নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী রাকিবুল ইসলাম মারধর ও জমি দখল নেয়া নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় ওই নেতা সহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল বিকেল পাঁচটার দিকে মিনহাজ মিনার, মনির হোসেন ও আমির হোসেন নামের তিনজন সহ ২ শ থেকে ৩ শ জনের গুন্ডাবাহিনী নিয়ে ঘটনাস্থল শাক্তা ইউনিয়নের আটি নয়াবাজার এলাকায় রাকিবুল ইসলামের পৈত্রিক সম্পত্তিতে ঢাকা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দেয়। এতে বাধা দিলে ভাড়াটিয়াদের মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল লুটপাট করে ।
জানাগেছে, পৈত্রিক সূত্রে মালিক রাকিবুল ইসলাম গত ৪৫ বছর ধরে সে তার পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভোগদখলে আছে। এরমধ্যে জোরপূর্বক সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে প্রতিষ্ঠানের জমি দখল নেয়ার অভিযোগ উঠেছে মিনহাজ মিনার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সে কেরানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক বলে নিজেকে পরিচয় দেন। সে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের হাউলি এলাকার আবেদ আলীর পূত্র।
ভুক্তভোগী রাকিবুল ইসলাম মারধর ও জমি দখল নেয়া নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় ওই নেতা সহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল বিকেল পাঁচটার দিকে মিনহাজ মিনার, মনির হোসেন ও আমির হোসেন নামের তিনজন সহ ২ শ থেকে ৩ শ জনের গুন্ডাবাহিনী নিয়ে ঘটনাস্থল শাক্তা ইউনিয়নের আটি নয়াবাজার এলাকায় রাকিবুল ইসলামের পৈত্রিক সম্পত্তিতে ঢাকা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দেয়। এতে বাধা দিলে ভাড়াটিয়াদের মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল লুটপাট করে ।
ব্যবসায়ী রাকিবুল ইসলাম জানান, গত ৪৫ বছর ধরে সে তার পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভোগদখলে আছে। এরমধ্যে কথিত বিএনপি নেতা মিনহাজ মিনার ভুয়া কাগজপত্র বানিয়ে অবৈধভাবে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। এর আগেও এ নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি দুপক্ষকে ডেকে জমির ব্যাপারে সালিশ মীমাংসা করেন। এরপরেও সে কত ১৩ এপ্রিল রবিবার আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জোরপূর্বক হামলা ও ভাঙচুর করে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের ৪ জন আহত হয়। অবস্থা বেগতিক দেখে ব্যবসায়ীরা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ আসলে মিনহাজ মিনার তার সন্ত্রাসীদের নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গতকাল (১৩ এপ্রিল ) এ বিষয়ে মিনহাজ মিনার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়টি জানতে মিনহাজ মিনার কে মুঠোফোনে কল দিলে তিনি উল্টো অভিযোগ করে জানান, আমার কেনা সম্পত্তি রাকিবুল ইসলাম গং মিলে আমার লাগানো সাইনবোর্ড খুলে ফেলেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানান, এ বিষয়টি নিয়ে কাজ চলছে, বিস্তারিত পরে জানাবো।
Leave a Reply