কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ক্রিকেটবোর্ডের নির্ধারিত ক্রিকেট খেলার মাঠে (বিটি মাঠ) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মেলার আয়োজন করে দক্ষিণ থানা বিএনপি। তবে তা নিয়ে শুরু হয়েছে জটিলতা। অনুমোদন চেয়ে না পেয়ে না মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবিষয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, যেকোনো মূল্যে মেলা অনুষ্ঠিত হবে। কাফনের কাপড় পরে হলেও মেলা হবে।
শনিবার (১২ এপ্রিল) সরজমিন ঘুরে দেখা যায়, মাঠটিতে সিটিজেন ব্যাংক থার্ড ডিভিশন লীগ টুর্নামেন্ট চলমান থাকলেও খেলার মাঠের চারিদিকে বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক মঞ্চ নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি কাজ শুরু হয়েছে। এবং ১৪ এপ্রিল বিসিবির একটি ক্রিকেট ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকার আমলে স্টেডিয়ামে নামে জমি দখলে করে এই স্টেডিয়াম তৈরি করা হয়। জমির মালিকদের জমি সংক্রান্ত একটি মিলনমেলা জন্য এই কর্মযজ্ঞ। ক্রিকেটার জামিল মহসিনসহ কয়েকজন ক্রিকেটার বলেন, মেলার আয়োজন করায় খেলায় বিঘ্ন ঘটছে। মেলার জন্য কেরানীগঞ্জে অনেক জায়গা রয়েছে, সেখানে মেলার আয়োজন করা হোক। মেলাটি প্রশাসন বন্ধ করলেও বাঁশখুঁটি সড়েনি বলেও জানান তারা। কর্পোরেট টুর্নামেন্ট ম্যাচ খেলতে আসা মনিরুল ইসলাম বলেন, মেলার জন্য মাঠ খোঁড়াখুঁড়ির কারণে মাঠের ক্ষতিসহ পরিবেশ নষ্ট হচ্ছে। বেশ কিছুদিন যাবত মাঠ মেলার জন্য সাজাচ্ছে।
খেলার মাঠে মেলা দিলে পরবর্তী খেলার বিঘ্ন ঘটে। এদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন ও কেরানিগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া মাঠে এসে মেলা বন্ধের নির্দেশ দেন।
মাঠে মেলা করার অনুমতি দেয়া হয়েছে কিনা সে বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ জানান। খেলার মাঠে কোন প্রকার মেলা করার অনুমতি দেয়া হয় নি।
Leave a Reply