স্যোশাল মিডিয়া কর্ণার:
“গাযা হারেনি, হেরে গেছে পুরো মুসলিম উম্মাহ এখন কাঁদতেও Lozza করে” এমন এক আবেগঘন ফেসবুক ষ্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ। ইসরাইলী বর্বরবাহিনী নির্বিচারে হামলা চালিয়ে গাজা ভুখন্ড নিশ্চিহ্ন করে দেয়ার যে পরিকম্পনা করছে সেই চিত্র নিয়ে ক্ষোভে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন বলে অনেকে কমেন্ট করেছেন।
কমেন্টে একজন লিখেছেন,
‘যুগে যুগে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বিরাণ এ ভূমি থেকে আইয়ুবির উত্তরসূরীরা জেগে ওঠবে ইনশাআল্লাহ।
এত মুসলিম নেতা। এত রাস্ট্র। কেউ কিছু করল না। কেউ কথা বলল না। পাশে দাঁড়াল না’
Leave a Reply