ডেস্ক নিউজ: মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৩০ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে দেশগুলোতে। শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ ।
সৌদি আরব
সংবাদমাধ্যমটি জানিয়েছে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আগামী কাল রোববার অর্থাৎ ৩০ মার্চ দেশটিতে ঈদুল ফিতর।
ওমান
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদুল ফিতরের দিন।
ইরান
সংবাদমাধ্যমটি বলছে, আগামীকাল ইরানে চাঁদ দৃশ্যমান হবে অর্থাৎ দেশটিতে ঈদ হবে আগামী সোমবার (৩১ মার্চ)।
এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদুল ফিতরের দিন এখনও নির্ধারিত হয়নি। দেশগুলোতে চাঁদ দেখতে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। জনসাধারণকেও চাঁদ দেখতে আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply