আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভেঙে গাজায় অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) সকালে নতুন করে হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। খবর আল জাজিরার।
নিহতদের মধ্যে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা সালাহ আল বারদায়েল এবং তার স্ত্রীও রয়েছেন। হামলার সময় তারা নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন। তবে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো ফিলিস্তিনিকে মৃত ধরে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া।
প্রায় দুইমাস অপেক্ষাকৃত শান্ত থাকার পর গাজায় ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় ইসরায়েলি হামলার পর গাজাবাসী এখন প্রাণ রক্ষার্থে ছুটে বেড়াচ্ছে। আকাশ এবং স্থলভাগ সবক্ষেত্রে নতুন করে গাজার প্রভাবশালী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে দখলদার বাহিনী। ফলে উপত্যকা ফের অশান্ত হতে শুরু করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় অর্ধ লক্ষাধিক নিহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অন্যদিকে দু’পক্ষের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হামাসের হামলায় ইসরায়েলে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন সামরিক ও বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া ২০০ শতাধিক ইসরায়েলিকে বন্দী করা হয়।
Leave a Reply