কেরানীগঞ্জঃ কেরানীগঞ্জে মডেল থানা (বিজেপি)এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত (বিজেপি) এর উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার ঘাটারচর রয়েল প্যালেস ওয়েডিং হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
কেরাণীগঞ্জ মডেল থানা বিজেপির আহ্বায়ক মোঃ ইয়াসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, কেরানিগঞ্জ মডেল থানা বিজেপির সদস্য সচিব শামসুজ জলিল অন্তু, ও ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ জাকির হোসেন
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে মানুষের ধর্মীয় ও মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply