ডেস্ক নিউজ: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কৃতি শিক্ষার্থী,নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিল (২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) কেরানীগঞ্জ এর একটি রুফটপ রেস্টুরেন্টে নবীন আলেম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ।
শাখা সভাপতি মো: জামাল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি, হাফেজ জয়নাল আবেদীন সাহেব, ও হাফেজ মাওলানা জহিরুল ইসলাম , ঢাকা ২ আসনের সাবেক এমপি পদপ্রার্থী ও সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ।
এতে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন সারাদেশে চলমান ধর্ষণ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন, এবং ৩০ দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও বিচারকার্য সমাপ্তি করতে হবে।
তানাহলে এই সরকার ব্যার্থ প্রমাণ হবে, এবং সেটি করার জন্য পতিত স্বৈরাচার ও তার দোসররা ষড়যন্ত্র চালাচ্ছে।
বক্তব্যে আরও বলেন ইসলামী ছাত্র আন্দোলনকে, ইসলাম, দেশ ও মানবতার তরে চাদাবাজ টেন্ডারবাজ ও ধর্ষকের বিরুদ্ধে সদা সর্বদা সযাগ থাকতে হবে।
কৃতি শিক্ষার্থী, নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সহ-সভাপতি শেখ মুহাম্মদ সায়েম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
Leave a Reply