ডেস্ক নিউজ: ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে আনন্দ মুখর পরিবেশে প্রতিষ্ঠানটির মাঠে কোমলমতি শিশুদের মনোমুগ্ধকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলটির ছাত্রছাত্রীরা। এতে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সমাজসেবক ওমর শাহনেওয়াজ, হোসাইন মোহাম্মদ হিরা ও অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও প্রতিষ্ঠানটির গভার্নিং বডির সভাপতি।
প্রতিযোগিতা পর্বে শিশু শিক্ষার্থীদের পিটি ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ মুগ্ধ করে উপস্থিত সকলকে। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
Leave a Reply