ডেস্ক নিউজ: দেশের বৃহৎ চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনির সদস্যরা। এবার চারটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশি এক পর্যায়ে দুপুরে কেরু চিনিকল এলাকায় শ্রমিক নেতা জয়নাল আবেদীন নফরের কার্যালয়ের পিছনে একটি পলিপ্যাকে মোড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
এর আগে ১৩ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে একই বোমা উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌছে বোমা দুটি নিস্ক্রিয় করেন। এ ছাড়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা।
এদিকে এভাবে প্রায়দিনই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী ও কেরু চিনিকলের শ্রমিকদের মধ্যে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর বলেন, পরপর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। রোববার আরও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। এ ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় আলাদা তিনটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।
Leave a Reply