1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চরমোনাই মাহফিল থেকে চুরি যাওয়া ৬৪ মোবাইল উদ্ধার, আটক ৫ ভোগান্তিবিহীন পাসপোর্ট সেবা দিতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল পরিপত্র জারি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে আহত ১৬ কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টু্র্ণামেন্ট ২০২৪-২৫ ফাইনাল অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দর্শনা কেরু এন্ড কোম্পানিতে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভির ভবনের নিচতলায় আগুন ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া হবে: ফখরুল শবে বরাতের রাতে যে বিশেষ নামায পড়তে পারেন

ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া হবে: ফখরুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে, সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।

বিএনপির মহাসচিব আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বলে বিএনপির সুস্পষ্ট অবস্থান বৈঠকে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে। তারপর স্থানীয় সরকার নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন এবং দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যে, সংস্কারের বিষয়ে জমা দেয়া বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আজ প্রাথমিক আলোচনা হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি।

এর আগে, ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে দেশের ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews