কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতা অবৈধভাবে খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার পর সেটিকে ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাঁও এলাকায় শত বছরের পুরোনো একটি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করে একটি চক্র। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে।
শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে খাল ভরাট করে অবৈধভাবে তৈরি রাস্তাটি ভেঙে দেয়। অভিযানকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ সদস্যরা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং খাল দখলমুক্ত রাখতে নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই খালটি দখলের পাঁয়তারা চলছিল। তবে প্রশাসনের কার্যকর পদক্ষেপে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউএনও রিনাত ফৌজিয়া জানান, সরকারি জলাধার দখল করে ব্যক্তিগতভাবে ব্যবহার করার সুযোগ নেই। এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply