অনলাইন ডেস্ক: ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরাবি ইসলাম সুবা (১১)। টিকটকে পরিচয় হয় মমিন (২২) নামের এক তরুণের সঙ্গে। মমিন পেশায় একজন কাপড়ের দোকানের শ্রমিক। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তার সঙ্গে পলায় সুবা। এ পলায়নের সিসিটিভির একটি ফুটেজকে ঘিরে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পুরো ঘটনাটিকে ‘অপরহরণ’ দাবি করে মেয়েটির পরিবার।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নওগাঁ শহরের আরজী নওগাঁ মহল্লার একটি বাসায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সুবাকে উদ্ধার করা হয়। এর আগে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পালিয়ে যায় সে। পুলিশের দাবি, মমিনের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক ছিল সুবার।
Leave a Reply