নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ সুষ্ঠু ও সূচারুরূপে সম্পন্নের লক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ফেব্রুয়ারি) সকালে উপজেলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার সঞ্চালনায় সভায় সভাপত্বিত করেন কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
সভায় তিনি বলেন, “সারা দেশের ন্যায় কেরানীগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এবারে ভোটার তালিকা হবে নির্ভূল, স্বচ্ছ ও সর্বজন গৃহীত একটি তালিকা। কোনভাবে অবৈধ, রোহিঙ্গা ও বহিরাগত অনুপ্রবেশকারী কোন ব্যক্তি ভোটার হতে পারবে না। ভোটা তালিকা হালনাগাদ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি আরো বলেন নির্বাচন সর্বোচ্চ অগ্রাধিকার তথ্য হালনাগাদ ভোটার তালিকা প্রস্ততকরণও সেই হিসাবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। আমরা সঠিকভাবে আমাদের উপর অর্পিত দায়িত্বটুকু পালন করলেই একটি স্বচ্ছ নিরপেক্ষ বৈষম্যহীন ভোটার তালিকা তৈরি করা সম্ভব।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভোটার তালিকা হালনাগাদ কমিটি সকল সদস্যবৃন্দ, ছাত্র জনতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সুপারভাইজারগণ।
Leave a Reply