তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার যেন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে। সেজন্য তাদের মূলোৎপাটন করতে হবে।
শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ সরকারের কাছে দ্রুত নির্বাচন প্রত্যাশা করছে। এই দেশের আগামীর সরকার হবে জনগণ। জনগণের মত অনুযায়ী দেশ পরিচালিত হবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারকে সহযোগিতা করছি এবং করতে চায় বিএনপি।
তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। যদি তাদের কারণে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র তাহলে আগের মতো অবস্থা হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সমস্যা আছে তার জট খুলে ঠিক করতে হবে। দেশের মানুষের মনের কথা জানতে হবে।
আমান উল্লাহ বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে তাদের নির্যাতনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। অনেক ভাই শহীদ হয়েছে। অনেক ভাইকে আমরা হারিয়েছি। তাদেরকে আমরা স্মরণ করি। সর্বশেষ জুলাই -আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যুগে যুগে শহীদরা রক্ত দিয়েছে।
চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল হক লিটনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর তত্ত্বাবধানে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা সেলিম রেজা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ালী উল্লাহ সেলিম ও কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায় আসাদুজ্জামান রিপন ও বিএনপি স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply