ডেস্ক নিউজঃ মেয়েদের অনূর্ধ্ব–১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পথচলা শেষ হচ্ছে, সেটা বোঝা গিয়েছিল প্রথম ইনিংসের পরই। ভারতের মতো প্রতিপক্ষের সামনে মাত্র ৬৫ রানের লক্ষ্য মোটেই নিরাপদ ছিল না। এই লক্ষ্য পার করতে কোনো বেগই পেতে হলো না তাদের। ভারত জিতেছে ১২.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই।
বিশাল এই হারে সুপার সিক্স থেকে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গেল বাংলাদেশের। যদিও এখনো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের আরও একটি ম্যাচ বাকি। অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ছিল বাংলাদেশ। অন্যদিকে, এই পর্ব ৪ পয়েন্ট নিয়ে শুরু করে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় তাদের পয়েন্ট হয়েছে ৬, বাংলাদেশকে হারিয়ে সমান পয়েন্ট হলো ভারতেরও। যে পয়েন্ট বাংলাদেশর পক্ষে আর অর্জন করা সম্ভব নয়। হারানোর পর তাদের পয়েন্টও হয়েছে ৬। তাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি পরিণত হয়েছে শুধুই নিয়মরক্ষায়।
আজ রবিবার মালয়েশিয়ার বেইউমেস ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ভারতীয় বোলারদের তোপে কোনো টপঅর্ডারের কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক সুমাইয়া আখতার। আর ১৪ রান করেন জান্নাতুল মাওয়া। ভারতীয় বোলারদের মধ্যে বৈষ্ণবি শর্মা ৩টি উইকেট পান।
জবাব দিতে নেমে ৭ ওভার ১ বল খেলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলে হয়ে সর্বোচ্চ ৪০ রান আসে ত্রিশার ব্যাটে। বাংলাদেশের হয়ে হাবিবা ও আনিসা একটি করে উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে।
Leave a Reply