Warning: Creating default object from empty value in /home/burigangatv/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সালমান এফ রহমান এর ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ - বুড়িগঙ্গা টিভি সালমান এফ রহমান এর ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ - বুড়িগঙ্গা টিভি
  1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ শুরু হয়েছে এসএসসি সমমান পরীক্ষা জুয়ার ১০০ টাকার জন্য মাঝি খুন বুড়িগঙ্গা থেকে মৃতদেহ উদ্ধার ফিলিস্তিনবাসী এখন নিজ দেশে পরবাসী (ফেসবুক কর্ণার) ফরিদপুরে বাস উল্টে বাবা-ছেলেসহ সাতজন নিহত হত্যা মামলায় ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি আগ্রাসনে গাজা’য় নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে গাযা হারেনি, হেরে গেছে পুরো মুসলিম উম্মাহ: ড. শফিকুল ইসলাম মাসুদ দোহারে বিএনপি কর্মীর উপর দুর্বৃত্তর হামলা, আহত অবস্থায় ঢামেকে ভর্তি

সালমান এফ রহমান এর ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমানের অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসির (বিক্রয় চুক্তি) মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রপ্তানি করে অর্থ পাচার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই ও সাইফ লাউঞ্জ এসব অর্থ পাচার করে। ওই বিষয়ে মানিলন্ডারিং মামলা তদন্তাধীন আছে।

এতে আরও বলা হয়েছে, আসামিরা পারস্পরিক সহযোগীতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার দোহার থানা এবং গুলশান থানা এলাকায় সর্বমোট ১৯৬৭ দশমিক ৯১৯ শতাংশ জমি, গুলশানের দ্য এনভয় নামে বিল্ডিংয়ে তার ছেলে এ মামলার আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের ৬ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ২ হাজার ৭১৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি টাকা।

উল্লেখ্য, ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews