কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে আমির আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত আমির আলী ভোলা সদর থানার নুর ইসলামের পুত্র। বর্তমানে সে পরিবারের নিয়ে মোহাম্মদপুর এলাকায় ভাড়ায় বসবাস করত। সে একজন অটোরিকশাচালক ছিল। মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুর ২ টায় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া শুটকিরটেক এলাকায় রাস্তার পাশ থেকে আমির আলীর লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, রাস্তার পাশের এলোমেলোভাবে একজোড়া স্যান্ডেল ও একটি ছুরির কাভার দেখে সন্দেহ হলে খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী ক্ষেতের ঘাসের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। লাশের গায়ে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে,নিহত আমির আলী মোহাম্মদপুর থেকে গতকাল রাত্রে রিক্সা নিয়ে বের হয়ে সকালে আর বাড়ি ফেরেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে আত্মীয়-স্বজন এসে লাশ শনাক্ত করে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রিক্সা চালকের লাশ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো
Leave a Reply