কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে একটি ছয় তলা আবাসিক ভবনের নিচ তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর অগ্নিদগ্ধ সহ মোট চারজন আহত হয়েছে। বিস্ফোরণে ভবনের নিচতলার কলাম ভেঙ্গে ভবনটি পার্শ্ববর্তী তিন তলা বিল্ডিং এর উপর হেলে পড়েছে।
রবিবার (১৯ জানুয়ারি ) ভোর চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ নয়াবাড়ি এলাকা স্বাধীন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতরা হলো, কলি (৩২),আঁখি (২৮) ও তার ছেলে আবির(১০) এবং সজীব (২৫)। এই ঘটনায় সজীব জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছে।
জানা গেছে, ভোরে বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায়,এ সময় আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালারা গ্লাস ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারনে এই ভয়াবহ বিস্ফোরণ সে বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।
আহত আখি আক্তার জানান, রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। ভোর চারটার দিকে হঠাৎই বিস্ফোরণে আমার ঘরের দেয়াল ভেঙে পড়ে যায় এবং জানালার খুলে আমার পায়ের উপর পড়ে। এ সময় খাটের উপরে শুয়ে থাকা আবার ছেলের মাথার উপর ফ্যান খুলে পড়ে যায়। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে,কোনরকমে ঘর থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছি। পরে এলাকাবাসী আমাদেরকে হাসপাতালে নিয়ে যায়। আমার ঘরের সমস্ত আসবাবপত্র দেয়ালের নিচে চাপা পড়েছে।
স্থানীয় বাসিন্দা সাগর জানান, ভবন মালিক স্বাধীন মিয়া আওয়ামী লীগ নেতা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা সবাই মনে করলেও আমার মনে হয় বাড়িতে কোন বিস্ফোরক মজুদ করেছিল তাই সেখান থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কারণ গ্যাস অফিসের লোকজন যখন এসেছিল তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়নি, গ্যাস অফিসের লোকজন গ্যাসের রাইজার অক্ষত অবস্থায় পেয়েছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ অথবা সুয়ারেজ থেকে বিস্ফোরণ হতে পারে মনে হলেও তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। যেহেতু ভবনটি পাসের একটি তিন তলা ভবনের সাথে হেলে পড়েছে তাই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।
Leave a Reply