ডেস্ক নিউজ: গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। কমিটির প্রধান করা হয়েছে বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলামকে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে আশঙ্কজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বনানী ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর রোডের এ ব্লকের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ভোরেই স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী কাজী নাদীরা ফারজানা ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকে। বাবুল কাজী গার্মেন্টসের ব্যবসা রয়েছে।
তিনি আরও বলেন, ভোরে বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন তিনি। ধারণা করা হচ্ছে বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হয় বাবুল কাজী। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে। বাবুলের ২০১৫ সালে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে। মেডিকেল বোর্ড গঠন করে বাবুলের চিকিৎসা দিচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম বলেন, সকালে তাকে দগ্ধ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের ৭৪শতাংশ দগ্ধ হয়েছে। এবং শ্বাসনালীর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, এর আগে তার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। তার সার্বিক চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। স্বজনদের কাছে জানতে পেরেছি বাবুল কাজীর ধুমপানের অভ্যাস ছিল। বাথরুমে ধূমপান করতে গিয়ে গ্যাসলাইটার বিস্ফোরণের কারণে এই দগ্ধের ঘটনাটি ঘটে।
সূত্র: চ্যানেল ২৪
Leave a Reply