কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে অটো রিকশা চালক রকিকে খুনের পর আম গাছের সাথে ঝুলিয়ে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আলামিন ওরফে বাহাদুর নামের এক যুবককে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার বাহাদুর কেরানীগঞ্জ মডেল থানাধীন নারায়ণ পট্টি এলাকার মৃত ধানু মিয়ার ছেলে।
শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বেলনা সুইচগেট নিশানবাড়ী রোডে আম গাছের সাথে ঝোলানো গলায় গামছা বাধা অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের পর এটি হত্যাকাণ্ড মনে হলে আশপাশের এলাকাবাসীর কাছ থেকে নিহতের পরিচয় উদ্ধারপূর্বক কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িত বাহাদুর নামের একজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাহাদুর অটোরিকশাটি বিক্রয় করে কক্সবাজারে ঘুরতে যায় সে।
তিনি আরো জানান, নিহত রকি ও গ্রেপ্তার বাহাদুর দুজনেই পূর্ব পরিচিত বন্ধু ছিল। মূলত মাদকের টাকা জোগাড় করতেই অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়েছিল। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে রকি কে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করার পর লাশ আমগাছের সাথে ঝুলিয়ে রেখে অটো রিকশা নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে বাহাদুর। এ ঘটনা জড়িত আরো একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply