1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে অটো রিকশা চালক রকিকে খুনের দায়ে যুবক গ্রেপ্তার বিজিবির প্রতিরোধে বিএসএফের সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ শামীম ওসমানের দাড়ি-গোঁফওয়ালা ভাইরাল ছবির রহস্য ফাঁস সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছেঃ ফখরুল যে কারণে মোদি যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি ঢাকা জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা দেশে ৫ জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত কেরানীগঞ্জে ময়লার বিল নিয়ে দ্বন্দ্বে নিহত ১ বিসিএস প্রশাসন ৩৩তম ব্যাচের সভাপতি শামীম হুসাইন ও সা.সম্পাদক রিনাত ফৌজিয়া দিনাজপুর সদরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

শামীম ওসমানের দাড়ি-গোঁফওয়ালা ভাইরাল ছবির রহস্য ফাঁস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্কঃ সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়ি-গোঁফওয়ালা একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারতরত অবস্থায় দেখা যায়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি শামীম ওসমানের হজের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়াও টিকটক, এক্সেও একই দাবিতে ছবিটি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি শামীম ওসমানের আসল ছবি নয়। ২০২২ সালে শামীম ওসমানের মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতের সময়ের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দাড়ি-গোঁফ যুক্ত করে সম্প্রতি সেটি ইন্টারনেট মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ নিয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘মহানবী (সা.) এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে ২০২২ সালের ১৬ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে প্রচারিত ছবিটির সঙ্গে শামীম ওসমানের পোশাক, ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায়। তবে ওই প্রতিবেদনে থাকা ছবিতে শামীম ওসমানের মুখে দাড়ি ছিল না।

প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের জুলাইয়ে শামীম ওসমান মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। ওই সময় মদিনায় পৌঁছে তিনি মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারতের পর একটি ক্ষুদ্র ভিডিও বার্তা দেন। পাশাপাশি সে সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন।

ওই সময় একটি স্যাটেলাইট টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও ‘মহানবী (সা.) এর রওজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা’ শীর্ষক শিরোনামে ভিডিও প্রচারিত হয়েছিল। ২০২২ সালের ১৫ জুলাই প্রকাশিত ওই ভিডিওতেও আলোচিত ছবিটির মতোই দৃশ্য রয়েছে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওসমানের পুরোনো ছবিকে সম্পাদনা করে সাম্প্রতিক সময়ের দাবি করে প্রচার করা হচ্ছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews