কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে গৃহস্থালি ময়লার বিল (টাকা) নিয়ে মারধরের ঘটনায় মোঃ জাকির আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত জাকির দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পূর্বপাড়া সুরত আলী মিয়ার ছেলে। এই ঘটনায় ইমরান নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাকির আলীর ভাতিজা হৃদয় জানান, শুক্রবার জুমার নামাজ শেষে চাচা বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এক লোক এসে চাচার কাছে ডিসেম্বর মাসের গৃহস্থালির ময়লা ফেলার বিল চায়। চাচা বলে গত মাসের বিল টাকা দিয়ে দিছি কিন্তু তোমরা তো ঠিকমত ময়লা নেওনা। এই নিয়ে চাচার সাথে একটু বাকবিতণ্ড শুরু হলে উত্তেজিত হয়ে ময়লাওয়ালা ওই লোকটি চাচাকে বেদম মারধর শুরু করে। এতে আমার চাচার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারাত্মক আহত হয়। পরে খবর পেয়ে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃৃত ঘোষণা করে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ময়লার টাকা নিয়ে ঝগড়াঝাঁটি হলে সেখানে মারামারি হয়েছে। শুনেছি এ ঘটনায় একজন নাকি মারা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জন্য মিটফোর্ড হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মারামারির ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটকে রেখেছিল, পড়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে এসেছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা চলমান।
Leave a Reply