1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাত সোয়া ৮টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত খালেদা জিয়াকে বিদায় জানাতে সড়কের দুই পাশে দলের নেতা-কর্মীরা স্লোগান দেন। তার গাড়িবহর ও নেতা-কর্মীদের উপস্থিতির কারণে সড়কে যানজট সৃষ্টি হয়।

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তার মেডিকেল বোর্ডের ছয় সদস্য রয়েছেন। তারা হলেন- অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদারও রয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews