রানা আহমেদ: চট্টগ্রামের কক্সবাজারে ভিডিপি দিবস” ২০২৫ উপলক্ষে র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। এসময় আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
রবিবার (০৫ জানুয়ারি) কক্সবাজার জেলায় এ আয়োজন গুলো করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা কমান্ড্যান্ট জনাব আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘ভিডিপি দিবস শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের দিন। আজকের এই কর্মসূচীগুলি আমাদের বাহিনীর সদস্যদের দেশপ্রেম, মানবিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক।” জিডিপি দিবসের এই কর্মসূচীগুলির মাধ্যমে আনসার ভিডিপি বাহিনী দেশের উন্নয়ন ও শান্তির লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ থাকার বার্তা দিয়েছে এবং জনগণের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও একতা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
Leave a Reply