1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সাদপন্থি নেতা মুফতি শফিউল্লাহ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: গত ১৭ ডিসেম্বর গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজ‌তেমা ময়দানে সংঘ‌র্ষের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাদপন্থি নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শ‌নিবার (৪ জানুয়ারি) রা‌তে শরীয়তপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে আসামি শফিউল্লাহকে শরিয়তপুর থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

পুলিশের একটি সূত্র জানায়, শনিবার রাত সোয়া ৯টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল শরীয়তপুরের পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে টঙ্গীতে নিয়ে আসা হয়।

জানা যায়, গ্রেপ্তার শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।

 

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা যুবায়ের ও মাওলানা সাদপন্থি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও শতাধিক আহত হন।

এ ঘটনায় শুরায়ে নেজামের (যুবায়েরপন্থি) পক্ষ থেকে সাদপন্থি ২৯ জনকে শনাক্ত ও শতশত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়।

এর আগে আসামি মুয়াজ বিন নূর ও আসামি জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews