1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

৫ শতাধিক চিকিৎসকের অংশগ্রহণ মার্চ ফর ইউনিটিতে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির হেলথ উইংয়ের প্রায় ৫ শতাধিক চিকিৎসক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় জাদুঘরের সামনে থেকে মার্চ করে তারা শহিদ মিনারে যোগদান করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এ মিছিলে ছিলেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল আহাদ, কেন্দ্রীয় সদস্য ডা. মিনহাজুল আবেদীন, ডা. মাহমুদা মিতু। আরও উপস্থিত ছিলেন হেলথ উইংয়ের ডা. আব্দুল্লাহ জামিল তিহান, ডা. হুমায়ুন কবীর হিমু ও ডা. মাহমুদুল হাসান।

জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল আহাদ বলেন, আজকে সকলের সঙ্গে মেলবন্ধনের দিন। ছাত্র-জনতা রক্ত দিয়ে বিশ্বের সেরা স্বৈরাচার, খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। খুনি হাসিনার বিতাড়নে পিছনে ছিল দেশপ্রেমিক মানুষ। খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করে যাচ্ছে। আজকের ‘মার্চ ফর ইউনিটি’-তে যোগদান করা প্রায় ৫ লক্ষাধিক তরুণ দেখিয়ে দিয়েছে দেশে স্বৈরাচারের স্থান নাই।

তিনি আরও বলেন, আমাদের দেশের স্বাস্থ্যখাতে নানাবিধ সমস্যা আছে। স্বৈরাচারের দোসরেরা ঘাপটি মেরে বসে আছে। তাদের থেকে স্বাস্থ্যখাতকে বাঁচাতে হবে। জাতীয় নাগরিক কমিটির হেলথ উইং স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। চিকিৎসকদের সমস্যাগুলো চিহ্নিত করে আমরা কাজ শুরু করেছি। বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নাই। গত ১২ বছরের বেশি সময় ধরে তাদের বেতন বাড়ছে না। আমরা তাদের সম্মানজনক বেতন কাঠামো নিয়ে কাজ শুরু করেছি।

কেন্দ্রীয় সদস্য ডা. মিনহাজুল আবেদীন বলেন, বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ করার জন্য আমরা কয়েকবার স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছি। কিছুদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক করতে জাতীয় নাগরিক কমিটি অন্যতম ভূমিকা পালন করবে।

এ সময় ‘মার্চ ফর ইউনিটি’তে অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. আব্দুল আহাদ। হেলথ উইং শহিদ মিনারে একটি মেডিকেল বুথে ‘মার্চ ফর ইউনিটি’ তে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews