কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় কর্মকর্তা—কর্মচারী জিম্মি করে হানা দেয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে যৌথবাহিনীর কাছে। এ সময় তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খেলনার পিস্তল বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকুু উদ্ধার হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন—গোপালগঞ্জের কবির মোল্লা ছেলে মো. লিয়ন মোল্লা নিরব (২২), কেরানীগঞ্জের মো. কামাল পারভেজের ছেলে মো. আরাফাত(১৬)ও কেরানীগঞ্জের মো. আব্দুল্লাহর ছেলে মো. সিফাত (১৬)।
এর আগে র্যাব—১০ এর অধিনায়ক খালেদুল হক হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।
রাতে কেরানীগঞ্জ মডেল থানায় এক ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ বলেন , তারা একজন মুমুর্ষ রোগীকে বাচাতে এই ব্যাংকে ডাকাতি করতে ডুকে ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তারা সবাই কিশোর , তাদেও সাথে আরো কেউ জড়িত কিনা সেটাও দেখা হচ্ছে।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকে জিম্মি থাকা সবাই মুক্ত। তবে তারা এখনো ব্যাংকে অবস্থান করছেন। তাদের ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
সরেজমিনে দেখা যায়, ব্যাংকের ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা, তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ভবন এবং নিচতলায় রয়েছে দোকান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।
Leave a Reply