মস্কোতে এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ সেনাবাহিনীর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রতিরক্ষা বাহিনী (এনবিসি) প্রধান জেনারেল ইগর কিরিলভ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে একটি আবাসিক এলাকায় স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে মৃত্যু হয় তার। এ সময় তার সহকারীও নিহত হয়েছেন। ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ–পূর্বে এ ঘটনা ঘটে।
রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা দুটি রক্তাক্ত লাশ দেখা গেছে।
গতকাল, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে। এর আগে, অক্টোবরে, যুদ্ধক্ষেত্রে বিষাক্ত শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য কিরিলভ ও পারমাণবিক নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়।
Leave a Reply