বিনোদন ডেস্কঃ বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরে সেলফিতে বন্দী হলেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হলো এ অভিনেত্রীর প্রথম সিনেমা ‘সাবা’। আর এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সেখানেই দেখা হয় তাদের।
গত ৫ ডিসেম্বর থেকে ‘দ্য নিউ হোম অব ফিল্ম’ প্রতিপাদ্য নিয়ে সৌদি আরবের জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে শুরু হয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর।
উৎসবে অংশ নিতে ইতোমধ্যে ঢাকা ছেড়ে সৌদিতে অবস্থান করছেন মেহজাবীন। আর সেখানে এরই মধ্যে হলিউড অভিনেতা উইল স্মিথ ও ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশি এই অভিনেত্রীর।
তাদের সঙ্গে ছবি তুলে সেসব সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন মেহজাবীন। আর ক্যাপশনে লিখেছেন, ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইটে একমাত্র বাংলাদেশি সিনেমা ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পারিক সাংস্কৃতিক বিনিময় চলছে। আর বিশ্বের গুরুত্বপূর্ণ এ উৎসবের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি আমি।
এ উৎসবে রেড সি আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘সাবা’ সিনেমা। বিশ্বের বিভিন্ন দেশের ১৫টি সিনেমার সঙ্গে লড়ছে ‘সাবা’। উৎসবে তিনটি প্রদর্শনী রাখা হয়েছে মেহজাবীন অভিনীত সিনেমাটির। ৮ ডিসেম্বর কালচার স্কয়ার-সিনেমা ১-এ প্রথম প্রদর্শনী হয়েছে। আর আগামী ৯ ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুটি প্রদর্শনী হবে।
মেহজাবীন অভিনীত ‘সাবা’ প্রথম সিনেমা। নির্মাতা মাকসুদ হোসেনেরও এটি প্রথম সিনেমা। এর আগে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করেছে।
Leave a Reply