1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

কেরানীগঞ্জে গনতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ঢাকার কেরানীগঞ্জে  “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এ প্রতিপাদ্য নিয়ে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গণতন্ত্র অলিম্পিয়াড।

সুজন- সুশাসনের জন্য নাগরিক ঢাকা জেলা শাখা ও ইয়ুথ হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অলিম্পিয়াড অনুষ্ঠানের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

বুধবার (২০ নভেম্বর) দিনব্যাপী কেরানীগঞ্জ গালর্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এ অনুষ্ঠানের পুরস্কার বিতরন পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বাাংলাদেশের জন্মের পূর্ব থেকে গণতন্ত্র চর্চা ছিল। ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তবে গণতান্ত্রিক চর্চা সংকীর্ণ হয়েছে, ভুলন্ঠিত হয়েছে। গত ১৫-১৬ বছরের গণতন্ত্রের চর্চা সংকীর্ণ হওয়ায় ২০২৪ সালে নতুন অবস্থা সৃষ্টি হয়েছে। জনআকাঙ্খা, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলন হয়েছে।’

এ ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ, অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ বিলকিস খন্দকারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী জিল্লুর রহমান, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক বেদৌরা আলী শিমুল। অনুষ্ঠানে মূখ‌্য আলোচক ছি‌লেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এছাড়াও বক্তব্য রাখেন সুজনের আজীবন সদস্য ও কেরানীগঞ্জ কমিটির সহ-সভাপতি কাওসার আহমেদ, সুজনের ঢাকা জেলা আইন সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews