1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুমার নামাজের খুতবার গুরুত্ব কেরানীগঞ্জে দেড় কোটি মুল্যের সরকারি জমি উদ্ধার ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কারাগারে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকরঃ আইন উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ তিনজনকে রিমান্ডে বিপিএল নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর থেকে নদীতে ঝাঁপ দেয়া পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক

বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ তিনজনকে রিমান্ডে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা আদালতে হাজির করা হলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চৌদ্দগ্রাম থানার এসআই মশিউর আলম দুইদিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু বলেন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ও মেহেরপুর জেলা ওলামা লীগের সভাপতি জহিরুল ইসলাম সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় দশদিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ নভেম্বরের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত সোমবার তাদেরকে আদালতে হাজির করা হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

এদিকে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম আবাদ হোসেন বলেন, এই মামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা আদালতে রিমান্ড আবেদন নামঞ্জুরের দাবি জানিয়েছি। পরে আদালত পুনরায় তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধ চলাকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছালে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় বাসে ঘুমিয়ে থাকা যাত্রীরা আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন ও চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ওইদিনই ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। ওই মামলায় ৭৮ জনকে আসামি করে ২০১৭ সালের ২ মার্চ আদালতে চার্জশিট দেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন এসআই মো. ইব্রাহিম। এ মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মামলার ৫১ নম্বর আসামি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, মনিরুল হক চৌধুরী প্রমুখ।

তবে ৫ আগস্টের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন ওই বাসের মালিক আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনকে এজাহার নামীয় এবং অন্তত অজ্ঞাতনামা ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে অভিযোগটি চৌদ্দগ্রাম থানায় এফআইআর করা হয়।

এর আগে গত শনিবার দুপুরে সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারকে ঢাকা থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এদিকে বুধবার বিকেল ৪টার দিকে এ মামলার ৩ আসামিকে আদালত চত্বরে কড়া পাহারার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews