1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

রাজধানীর খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনতে ‘ব্লু নেটওয়ার্ক’ গড়তে কমিটি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ রাজধানীর খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি খাল পুনরুদ্ধার করে দখল ও দূষণমুক্ত করার মাধ্যমে খালকেন্দ্রিক ‘ব্লু নেটওয়ার্ক’ গড়তে কমিটি গঠন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। গত মঙ্গলবার (৫ নভেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও বাস্তবায়ন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উপসচিব মো. রিয়াজুল কবীরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার খালগুলোর প্রবাহমানতা ফিরিয়ে আনতে, খাল পুনরুদ্ধার করে দখল-দূষণমুক্ত করে এবং খালকেন্দ্রিক ‘ব্লু নেটওয়ার্ক’ গঠন করার লক্ষ্যে সময়ভিত্তিক, ব্যয়সাশ্রয়ী কর্মপরিকল্পনা প্রণয়নে ১১ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হলো।

এতে আরও বলা হয়, নবগঠিত এ কমিটি অনতিবিলম্বে ৩ দিনের কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পরবর্তীতে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের পর দ্রুত অংশীজনের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করবে।

নবগঠিত এ কমিটিতে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি কমিটিতে সদস্য হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, নদী রক্ষা কমিশনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একজন করে প্রতিনিধি ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধি, এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে প্রতিনিধি এবং শিক্ষা প্রতিনিধি (স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত) হিসেবে একজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews