1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

ছয় বাংলাদেশি শ্রীলঙ্কায় গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

অনলাইন ডেস্ক:  ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কান পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) শ্রীলঙ্কান পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সিডুয়া এলাকার একটি বাসভবন থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।

এই বাংলাদেশিদের বিষয় বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তদের বিরুদ্ধে বিশদ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

গত মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র ভিজথা হেরাথ বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত সময় ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা ভিসা বিধি লঙ্ঘন হয় এমন কার্যকলাপে যে বিদেশিরা জড়িয়ে পড়ছেন, সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। তার অংশ হিসেবেই এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews