1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার জুমার নামাজের খুতবার গুরুত্ব কেরানীগঞ্জে দেড় কোটি মুল্যের সরকারি জমি উদ্ধার ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কারাগারে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকরঃ আইন উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ তিনজনকে রিমান্ডে বিপিএল নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর থেকে নদীতে ঝাঁপ দেয়া পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই: গয়েশ্বর চন্দ্র রায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

“আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই, তিনি আগে আইনকে ভয় পেতেন না। পালানোর পরে এখন আইনের ভয় তার ভিতরে ঢুকে গেছে” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
রবিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ই আগস্ট পূর্ণাঙ্গ বিজয় হয়নি, আরো একটি যুদ্ধ রয়ে গেছে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে,স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি আবারও সংঘবদ্ধ হয়ে মাথা চাড়া দিয়ে উঠতে পারে তাদেরকে আগেই মাটিতে মিশিয়ে দিতে হবে।

আমাদের আন্দোলন ছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কফিনে বন্দী করেছিল সেটাকে দাফন করতে দেয়া যাবে না।

শেখ হাসিনা পালিয়ে গেছে এটা কোন নতুন কথা নয়, তার বাবাও আগে পালিয়ে গিয়েছিল।বাবাকে স্বাধীনতার যুদ্ধ করে আমরা আবার ফেরত এনেছিলাম তবে শেখ হাসিনাকে কবে ফেরত আনতে পারবো সেটা জানিনা।

নির্বাচন প্রসঙ্গে তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল কে উদ্দেশ্য করে বলেন, আপনি বলেছেন ১৬ বছর অপেক্ষা করেছেন আর চার মাস অপেক্ষা করতে পারবেন না। আমরা বলতে চাই চার মাস আর ছয় মাস বুঝিনা, অপেক্ষা করব তবে নির্দিষ্ট সময় জানাতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদল আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাধারণ সম্পাদক আইয়ুব খান সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহবায়ক আবু জাহিদ মামুন, আগানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আরমান উল্লাহ ডাবলু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews