নিজস্ব সংবাদদাতা: নূর হোসেন জুয়েল হত্যার প্রধান ৫ আসামী দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।
বুধবার দুপুর ১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নূর হোসেন জুয়েল ও দেলোয়ার হোসেনের হত্যার প্রধান আসামীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন শেষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে তার স্বজনরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য হুবহু তুলে ধরা হলো, আমি রেহানা আহমেদ আমার স্বামী মৃত নূর মোহাম্মদ জুয়েল ও দেলোয়ার হোসেন গত ১৭ই সেপ্টেম্বর আনুমানিক রাত আটটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন জিএমজির মোরে আমার স্বামীকে তার ছোট ভাই জাকির হোসেন, বোন জামাই এবং ভাগিনা সহ ১৫/২০ জন মিলে হত্যা করে। গত ১৮ ই সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩০২/ ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করি যার মামলা নাম্বার ১১ তাং ১৮/০৯/২০২৪ এবং ১৪ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমার স্বামী হত্যা মামলার এক মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রধান আসামি কিংবা পাঁচ নাম্বার আসামি পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ শুধু অজ্ঞাতনামায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে সেখানেও সন্তুষ্ট জনক কোন পদক্ষেপ আমরা দেখিনি প্রশাসনের কাছ থেকে। হত্যা মামলার কয়েকজন আসামি ইতোমধ্যেই এলাকায় ঘোরাঘুরি করছে কিন্তু প্রশাসন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করছে না, এমতাবস্থায় আমি এবং আমার দুই সন্তান সহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আমার স্বামী মৃত নূর হোসেন জুয়েল হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতারের দাবিতে বুধবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে স্বজনরা । এসময় তার ছেলে নুর-ই আলভি বলেন আমার বাবা হত্যার ৩৭ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রধান ৫ আসামীকে প্রশাসন ধরেনি কেন? আর এর সমাধান চাই আর আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। ছোট ভাইয়ের স্ত্রী বলেন প্রশাসন এখনও চুপ করে বসে আছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দ্রুত বিচার প্রার্থনা করেন। স্বজনরা অন্তবর্তি সরকার যেন পরিবারের পাশে দাঁড়ান সে অনুরোধ জানান তারা
Leave a Reply