1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

কেরানীগঞ্জে পৃথক অভিযানে বিদেশী মদ ও গাঁজাসহ আটক ৮

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজাসহ পৃথক অভিযানে আট জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার ভোর রাতে পিকাপে করে পরিবহনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকা থেকে ৯৮ বোতল বিদেশি মদসহ রুবেল (২১), আজাদ (২৭) ও জাহিদুল ইসলাম (২৫) নামের তিনজন ও শনিবার মধ্যরাতে রাজধানীর তাতিবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (২৬), খোরশেদ আলম (৫৪), মো. ওসমান গণি (৫৩), জুয়েল (৪৩) ও ইব্রাহিম (১৯) নামের ৫জনকে আটক করেছে র‌্যাব—১০।

র‌্যাব—১০ সদর দপ্তর থেকে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে পিকাপে করে পরিবহনের সময় ১৫ লক্ষ টাকা মূল্যমানের ৫০ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়েছ।

আটককৃতরা পেশাদার মাদক কারবারী। এ ঘটনায় একটি পিকআপ জব্দ করা হয়েছে। অপরদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ৯৮ বোতল বিদেশী মদসহ আটক ৩জন পিকাপ এর হেল্পার ড্র্রাইভার। মাদকের মূল চালানের মালিক কে ধরতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews