1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন স্থান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজ: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাদারীপুর জেলা থেকে ২৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

তিনি লিখেন, মার্কিন ভূ-তত্ব অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

তিনি আরও একটি স্ট্যাটাসে লিখেন, বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ৩.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আশঙ্কা করা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় আরও ভূমিকম্প আঘাত হানতে পারে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews