স্যোশাল মিডিয়া কর্ণার : ইলিয়ট সেতু (স্থানীয়ভাবে বড়পুল নামে পরিচিত) সিরাজগঞ্জ শহরে অবস্থিত একটি প্রাচীন সেতু। স্তম্ভবিহীন এই সেতুটির নামকরণ করা হয়েছে ছোটলাট চার্লস আলফ্রেড ইলিয়টের নামানুসারে। এটি তৈরিতে তৎকালীন ৪৫ হাজার টাকা ব্যয় হয়। এটি সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। 🖼️
ইলিয়ট ব্রীজ নিয়ে কিছু তথ্য ⬇️🔽
স্থানাঙ্ক : ২৪°২৭′৩৮.১″ উত্তর ৮৯°৪২′৩০″ পূর্ব
অতিক্রম করে :বড়াল (কাটাখালী) নদী
স্থান :সিরাজগঞ্জ
অন্য নাম :বড়পুল
রক্ষণাবেক্ষক :সিরাজগঞ্জ পৌরসভা
বৈশিষ্ট্য নকশা :খিলান সেতু
উপাদান :ইস্পাত ও কংক্রিট
মোট দৈর্ঘ্য :১৮০ ফুট
প্রস্থ : ১৬ ফুট
উচ্চতা : ৩০ ফুট
স্প্যানের সংখ্যা : ১টি
ইতিহাসস্থপ: তিস্টুয়ার্ড হার্টল্যান্ড
নির্মাণকারী: হার্টল্যান্ড কোম্পানি
নির্মাণ শুরু: ১৮৯২
নির্মাণ শেষ : ১৮৯৫[১]
নির্মাণ ব্যয় :৪৫,০০০ টাকা
স্যোশাল মিডিয়া: ফেসবুক থেকে নেয়া (আমাদের সিরাজগঞ্জ)
Leave a Reply