কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৫ম শ্রেণী পড়ুয়া ভাগিনা তুষারকে অপহরনের পর ২৪ দিন আটক রেখে ৩ লাখ ৫৭ হাজার টাকা বিকাশে নেয়ার পর পুনরায় টাকা নেয়ার সময় মামা শাহরিয়ার রহমানকে আটক করেছে র্যাব ১০।
রবিবার বিকালে র্যাব ১০ এর সদর দপ্তরে এ তথ্য জানান স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার তারিকুল ইসলাম। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার সকালে রাজধানীর কাপ্তান বাজার থেকে পুনরায় বিকাশে টাকা নেয়ার সময় হাতেনাতে আটক করেন।
আটক শাহরিয়ার শিশু তুষারের মায়ের আপন খালাত ভাই। গত ৫ সেপ্টেম্বর শিশু তুষার তার মায়ের সাথে নানা বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর বেড়াতে যায়। বেড়ানো অবস্থায় গত ১৯ সেপ্টম্বর চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করে মামা শাহরিয়ার তাকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার একটি ভাড়া বাসার ৫তলা ভবনের ৩য় তলায় আটক করে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে কিডনাপার নামক ইমো আইডি থেকে পর্যায়ক্রমে ৩ লাখ ৫৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। সবশেষ রবিবার সকালে আবারও বিকাশের মাধ্যমে টাকা নেয়ার সময় মামা শাহরিয়ারকে আগে থেকে ওৎ পেতে থাকা র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার দেখানো বাড়ি থেকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ার ভাড়া বাড়ি থেকে অক্ষত অবস্থায় শিশু তুষারকে উদ্ধার করা হয়।
Leave a Reply